আমার মনে হলো,আপনার না ও হতে পারে.... - বাংলাদেশ দলকে এলোমেলো করে দিতে যা যা প্রয়োজন সবই করলেন পাপন মিয়ারা।তবুও সিরিজ বা একটি ওয়ানডে আমরা জিতবো ইনশাআল্লাহ।

নাটকের শুরু থেকেই বলা যাক - সাত-আট মাস ধরে যে কোচ-খেলোয়াড়-নির্বাচকেরা মিলে একটার পর একটা সাফল্যের পাপড়ি যোগ করলেন,তাদের কজ করতে দেয়া হচ্ছে না। কাজ করছে রবি ফোন,কাজ করছে পাপনদের শীতাতপ নিয়নত্রিত অফিস।গতকালও অনুশিলনের সময়ে বোর্ড অফিসে তলব করে অহেতুক সময় ক্ষয় করা হলো এসব করে তিনটার অনুশীলন বাংলাদেশ দল শেষ পর্যন্ত শুরু করেতে পেরেছে বিকেল সোয়া চারটার দিকে।মাসষিক ভাবে দুর্বল করে দেয়া হলো দলকে। টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম ওয়ানডের আগের দু'দিনও অনুশিল নয়,অভিনয়ে মনোযোগির কাজ দেয়া হয়েছিলো ক্রিকেটারদের।
জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করে বিশ্বকাপ হয়ে পাকিস্তান ও ভারত সিরিজে বাংলাদেশ দল সাফল্যের ভেলায় ভেসেছে। তার মানে কি এই—দলটা আর কোনো দিনই হারবে না?আমি তা বলি না,তবে অনুশীলনে এতো বাধা আসছে কেনো,কেনো মনোযোগ নষ্ট করা হচ্ছে ক্রিকেট টিমের ??চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাবনা জিইয়ে রাখতে এই সিরিজে একটা জয় খুবই প্রয়োজন বাংলাদেশ দলের।আবং আমরা জিতবো ইনশাআল্লাহ .....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



