শুরুটা করেছিলেন মুস্তাফিজ,সাকিব,রুবেল আর শেষটা করলেন তামিম,সৌম্য সরকার আর লিটন!
দলটা বাংলাদেশ!তাইতো প্রত্যশাটা একটু বেশী ই।
এক সময় যে বাংলাদেশ কে হারানোটা সময়ের ব্যপার ছিলো আর আজ এই বাংলাদেশ যে নাকানি, চুবানি খাওয়াবে সেটা নিঃসন্ধেহে বলে দেওয়া যায়
দলটাকে একক নৈপূন্যে টেনে নিয়ে গেলেন উচ্চতার শীর্ষে।
যদিও নিজের উইকেট টাকে ৯০ রানে ইমরান তাহিরের বলে,আমলার হাতে ক্যাচ দিয়ে পেভিলনে ফিরলেন সৌম্য।
সমলোচকদের ও ব্যাটিং করে উচিত জবাব দিলেন তামিম।
ঘরের মাঠে নিজের জাত চেনালেন।
শুরেতেই আফ্রিকান শিবিরে হোঁচট দেন মুস্তাফিজ কাটার।
ডি কক কে সাজঘরে ফেরান দারুন এক কাটারে।
এছাড়া মুস্তাফিজ এর আরেকটি কাটারের স্বীকার ডুমিনিকে।
এই দিকে বাংলাদেশী হয়ে ২ শত উইকেট স্বীকার করে রেকর্ড করেন সাকিব ও মাশরাফি।
বিনিময় বাংলাদেশ নয় উইকেটের বিশাল জয় পায়।
সাথে ২-১ এ সিরিজ জয়।
টানা চতুর্থ একদিনের সিরিজ জয়লাভ করে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৫