নিস্তব্ধ রাত
ঘুমিয়ে গেছে নগরী আর নগরীর মানুষগুলো
জেগে আছি শুধু আমি—একা---
আকাশে নেই চাঁদ
মিটি মিটি আলো দিচ্ছে জোনাকি
দূর থেকে ভেসে আসছে বিষাদের সুকরুন সুর
গাছের ডালে ডানা ঝাঁপটায় রাত জাগা পাখি
ল্যাম্পপোস্টের মাথায় জ্বলে জ্বলে নিঃশেষ হয় নিঃসঙ্গ সোডিয়ামের বাতি
হাতে জ্বলন্ত সিগারেট
নিঃশ্বাসে বিষাক্ত ধোঁয়া
জীবনের দামে কিনেছি নিকোটিনের ভালোবাসা।
ঝিরি ঝিরি বাতাস বয়
শিহরন জাগায় মনে
আমি বুঁদ হয়ে থাকি নিকোটিনের প্রেমে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




