ফ্রন্টপেজের প্রতিটি পোস্টের ডানে + এবং - এর দুটি আইকন যুক্ত করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।
স্বাভাবিকভাবে, প্রথম পাতায় (ফ্রন্টপেজে) পোস্টের শুধু শিরোনাম এবং + - থাকবে। এর ফলে ফ্রন্ট পেজে এখন যেমন মাত্র ১০ টি পোস্ট থাকে, তখন প্রায় ৫০ টি পোস্ট থাকবে।
+ ট্যাবটি ক্লিক করলে পুরো লেখাটির কিছু অংশ দেখা যাবে, যেভাবে এখন দেখা যায়। এরপর বিস্তারিত পড়ুন থেকে পুরো লেখা পড়া যাবে।
- ট্যাবটি ক্লিক করলে শুধু শিরোনাম ছাড়া পুরো লেখাটি বন্ধ হয়ে যাবে।
অন্য ব্লগারদের কাছে মতামত চাইছি এবং কর্তৃপক্ষের কাছে জানতে চাইছি, বিষয়টি টেকনিক্যালি খুব কঠিন কিনা অথবা তাদের অন্যকোনো বক্তব্য আছে কিনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





