দরপত্র দাখিলকে কেন্দ্র করে পঞ্চগড়ে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের নেতা ফারুক হোসেন (২২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চগড় উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ছাত্রলীগের নেতা নিহত হওয়ার পর বেলা দুইটা থেকে বিক্ষুব্ধ লোকজন পঞ্চগড়-ঢাকা মহাসসড়ক অবরোধ করে রেখেছে।
নিহত ফারুক হোসেন পঞ্চগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শহরের মৃধাপুকুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা আকবর হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়িচালক।
সংঘর্ষে আহত ব্যক্তিদের পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত ফারুককে বেলা দেড়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে, ফারুক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিক্ষুব্ধরা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তোয়াবুর রহমানের বাড়িতে হামলা চালায়।
এদিকে, ছাত্রলীগের নেতা নিহতের ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




