গতকাল আমরা যে নেক্যারজনক ঘটনা টিভিতে দেখলাম এর ইঙ্গিত কি ?
বাংলাদেশের প্রধান বিরোধীদলের কেন্দ্রিয় কার্যালয়ের দরজা ভেঙ্গে নেতাদের আটক করা হয়েছে।
ইতিহাস থেকে তো এটা মুছে ফেলতে পারবেন না, বা আমরা যারা এটি দেখেছি তারাও তো ভুলে যেতে পারব না, তাই না।
গণতন্ত্র আজ কোথায়?
কালকে এমন কিছু হয়নি যে এরকম সবাইকে তাদের কেন্দ্রিয় অফিস থেকে পাচ স্তরের তল্লাশি চালাতে হবে, আমি বিএনপি এর কার্যকলাপকে সমর্থন করছি না। কিন্তু এভাবে হলে তো ভবিষ্যতে আরও বাজে কিছু আমাদের দেখতে হবে।
টকশো তে দেখি শাহবাগ নিয়ে চিল্লা চিল্লি হইতাছে যে এটা শান্তিপূর্ণ আন্দলন , এ থেকে সবার শিক্ষা নেয়া উচিত।
কিন্তু আপনারা কি কেউ এটা দেখেন না যে, বিরোধী মতের বা দলকে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে না।
অনেকে বলেন পুলিশ কি করবে, গুলি করা ছাড়া উপায় নাই। আজব পুলিশের প্রতিপক্ষরে তো আজ পর্যন্ত কোথায়ও গুলি করতে দেখলাম না। এ কেমন কথা ?
আরও মজার ব্যাপার বিএনপি এর কেন্দ্রিয় অফিসে ককটেল পাওয়া গেছে। তা বলি নেতারা কি এতই বোকা যে পকেটে ককটেল নিয়ে ঘুরবে, আজাইরা প্যাচাল।
প্রধান বিরোধী দলের অফিসে পুলিশ যে ভাবে বুট মাড়িয়েছে, তছনছ করেছে, তার কোন অধিকার তাদের নেই।
পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল মারল, আর পুলিশ গুলি করে কয়েকজনকে ফেলে দিল। তা হলে তারা পুলিশ হল কিভাবে।
তাহলে পুলিশের সাথে ছাত্রলীগের বা অন্যদের কি পার্থক্য থাকল ? পুলিশ এভাবে গুলি করার অর্থ হচ্ছে তারা পুরাপুরি ব্যার্থ। তাদের প্রাথমিক প্রশিক্ষন ও নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


