একটা ব্যাপার আমাকে খুবই অবাক করছে । বিভিন্ন ধর্মানুসারিদের জন্য অনুসরনীয় গ্রন্থ সমুহে যে সকল উপদেশ বা নির্দেশ নামা দেয়া আছে - তা খুবই সুস্পষ্ট । " তোমরা মিথ্যা কথা বল না " এ ধরনের বাক্য বোঝার জন্য অক্ষর জ্ঞানও দরকার নেই। অথচ এই উপদেশ অনুসরন না করে ধর্মব্যবসায়ীরা তাদের ব্যবসা দিন দিন আরো বৃদ্ধি করছে এবং কোটি মানুষকে পথভ্রষ্ট করছে।
সাঈদী, আজহারী, জাকির নায়েক সহ পবিত্র কোরানের মনগড়া তাফসিরকারকরা প্রত্যেকেই পবিত্র কোরানের আদেশ অমান্যকারী ও প্রতারক। পবিত্র কোরানের ভাষায় তারা কাফের ও মোনাফেক । জাহান্নামের সর্ব নিকৃষ্ট স্থানে তাদের স্থান । কোটি কোটি মুষলমানের তারা ঈমান নষ্ট করেছে। তাদেরকে যারা অনুসরন করছে , তারাও জাহান্নামী হবে - পবিত্র কোরান তাই বলছে।
সুরা বাকারা সহ বিভিন্ন সুরায় মহান আল্লাহ্ র নির্দেশ ---
আয়াত: 174
إِنَّ ٱلَّذِينَ يَكۡتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَشۡتَرُونَ بِهِۦ ثَمَنٗا قَلِيلًا أُوْلَٰٓئِكَ مَا يَأۡكُلُونَ فِي بُطُونِهِمۡ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٌ
নিশ্চয় যারা গোপন করে আল্লাহ্ কিতাব হতে যা নাযিল করেছেন তা এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের নিজেদের পেটে আগুন ছাড়া [১] আর কিছুই খায় না। আর কেয়ামতের দিন আল্লাহ্ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আয়াত: 175
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ وَٱلۡعَذَابَ بِٱلۡمَغۡفِرَةِۚ فَمَآ أَصۡبَرَهُمۡ عَلَى ٱلنَّارِ
তারাই হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে; সুতরাং আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল !
আয়াত: 176
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ نَزَّلَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّۗ وَإِنَّ ٱلَّذِينَ ٱخۡتَلَفُواْ فِي ٱلۡكِتَٰبِ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ
সেটা এ জন্যই যে, আল্লাহ্ সত্যসহ কিতাব নাযিল করেছেন আর যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে অবশ্যই তারা সুদূর বিবাদে লিপ্ত।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



