
হামাসকে চূর্ণ করার ‘প্রতিশ্রুতি’, আমেরিকার সমর্থন পুনর্ব্যক্ত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে পিষে দেওয়ার হুমকি দিয়েছেন, অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এক যৌথ সংবাদ সম্মেলেনে তারা তাদের এ মনোভাব তুলে ধরেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্লিঙ্কেন ইসরায়েলে সফররত অবস্থায় নেতানিয়াহু বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইসরায়েলের অসমর্থিত সমর্থনের একটি স্পষ্ট উদাহরণ হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আজকের সফর।’
তিনি বলেন, ‘যেমন দায়াশকে ধ্বংস করা হয়েছিল, তেমনি হামাসকেও ধ্বংস করা হবে।
ব্লিঙ্কেন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি যে বার্তাটি নিয়ে এসেছি তা হলো- আপনারা নিজেদের রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী হতে পারেন, তবে যতদিন আমেরিকা বিদ্যমান থাকবে আপনাদের কখনও একা হতে হবে না।’
হামাসের হামলায় বিপর্যস্ত ইসরায়েলের প্রতি সহমর্মিতা জানাতেই ব্লিঙ্কেনের এই সফর।
গত শনিবার হামাসের আকস্মিক হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। প্রায় ১৫০ জন ইসরায়েলিকে তারা জিম্মি করে রেখেছে।
হামাসের হামলার জবাবে গত ছয় দিনে ইসরায়েল গাজায় ধ্বংসলীলা চালিয়েছে। হাজার হাজার ভবন ধ্বংস করেছে। এখন পর্যন্ত গাজায় ১,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি মারা গেছে।
এদিকে হামাসকে দায়েশ গ্রুপের সাথে তুলনা করে বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার একটি যুদ্ধকালীন সরকার গঠনের পর বিপর্যস্ত জাতিকে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘প্রতিটি হামাস সদস্যই একজন মৃত ব্যক্তি, তাদেরকে চূর্ণ করে ধ্বংস করা হবে।’মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন এবং সামরিক সহায়তা পাঠাচ্ছেন। তবে তিনি অবশ্য বুধবার সতর্ক করে দিয়েছেন যে, ইসরায়েলকে “সমস্ত ক্রোধ এবং হতাশা সত্ত্বেও... যুদ্ধের নিয়ম অনুসারে কাজ করতে হবে।’গত ১৫ বছরে এই পঞ্চম যুদ্ধে গাজার ২.৪ মিলিয়ন বাসিন্দার জন্য আশঙ্কা বাড়ছে। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েল জল, খাদ্য ও বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে।ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরায়েলের বিমান ও কামান হামলার নিরবচ্ছিন্ন অভিযানে ১৩০০ জনেরও বেশি লোকের মৃত্যুর খবর দিয়েছে, যখন জাতিসংঘ বলেছে ৩ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। (এএফপি)
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সমস্ত জিম্মিদের মুক্তি এবং অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে ‘বেসামরিকদের সর্বদা রক্ষা করতে হবে।এদিকে ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ বৃহস্পতিবার বলেছেন, জিম্মিদের মুক্তি না পাওয়া পর্যন্ত গাজা সম্পূর্ণ অবরোধ অব্যাহত থাকবে। ইসরায়েলি অপহরণকারীদের দেশে ফেরত না আসা পর্যন্ত কোনো বৈদ্যুতিক সুইচ চালু করা হবে না, কোনো পানির কল খোলা হবে না এবং কোনো জ্বালানি ট্রাক প্রবেশ করবে না।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




