
তারেক এসেছে, বলেছে, I have a plan; তারেকের প্ল্যানটা কি? এই মহুর্তে তার প্ল্যান হতে পারে, নমিনেশন বাণিজ্য করে কমপক্ষে ৩০০০ কোটি টাকা আয়। ৩০০ সীটে গড়ে ১০ কোটী হলে, নমিনেশন বাণিজ্য হবে ৩০০০ কোটী টাকা।
শেখ হাসিনার পতনের ১৪ মাস পরে তারেক ফিরেছে; গ্রেনেড হত্যা মামলায় তার "যাবজ্জীবন জেল"; এছাড়া মানিলন্ডারিং, এতিমখানা মামলা, ট্যাক্স ফাঁকি মামলা, এগুলো মিলে ২৬ বছরের জেল সবই জিরো করেছিলো ইউনুস সাহেব; কারণ, ইউনুসকে টিকে থাকার জন্য বিএনপি'র সাপোর্টের দরকার ছিলো; ইউনুস লন্ডন গিয়ে দেখা করে, সব ঠিকঠাক করেছে।
এরপরও তারেক ফিরেনি; কারণ, জিয়া গ্রুপের যেসব মিলিটারী অফিসারেরা তাকে মেরেছিলো; সেসব অফিসার ও তাদের শিষ্যদের জেলে না'দিলে তারেক ফিরতে পারছিলো না; সেটা করা হয়েছে। এরপরও তারেক ফিরেনি; কারণ, উলফাকে ১০ ট্রাক অস্ত্র দেয়া ও দেশের মদের ব্যবসা করতে গিয়ে অন্য মাফিয়াদের টার্গেট হয়ে আছে তারেক সাহেব। উহা মনে হয়, টার্গেট হয়ে আছে এখনো।
এতকিছু মাথায় রেখেও ফিরলো কেন? মনে হয়, নমিনেশন বাণিজ্যের ৩০০০ কোটী। এটাই, I have a plan.
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


