
বিশ্বের জাতি সমুহের মধ্যে ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী সকল সনদ ও চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগামী বিশ্বের ভবিষ্যত ভয়ংকর করে তুললো-ইসরায়েল-মার্কিন গোষ্ঠি। রচিত হওয়ার প্রতিক্ষায় পৃথিবীর নতুন মানচিত্র।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনের জবাবে এবার পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হামাস। গাজায় ইসরাইলের সামরিক বাহিনী আক্রমণের পূর্ণাঙ্গ জবাব দিতে ‘পুরো শক্তি’ দিয়ে হামলার মোকাবিলা করতে প্রস্তুত বলে দাবি করেছে হামাস।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক গোলাবর্ষণের ফলে ইন্টারনেটসহ সব রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে প্রায় আড়াই লাখের মত মানুষ নিজেদের মধ্যে ও সারা বিশ্ব থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।গাজায় ইসরাইলের স্থলপথে হামলা শুরুর ঠিক আগ মূহুর্তে সারাবিশ্ব থেকে গাজাকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে আগের তুলনায় ব্যাপক বোমা হামলা বাড়িয়েছে দখলদার ইসরাইল। চলছে গনহত্যা।
ফিলিস্তিনি টেলিকম প্রদানকারী সংস্থা পালটেল জানায়, বোমাবর্ষণের ফলে ইন্টারনেট, সেলুলারসহ সব যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই যোগাযোগ বিচ্ছিন্নতার ফলে গাজায় ইসরাইলের হামলায় কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো তথ্যই তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে না।
সংগঠনটি আরও বলছে, ইসরাইল গাজায় তীব্র আক্রমণ চালনোর পরে, হামাস যোদ্ধারা সীমান্তবর্তী অঞ্চলে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।এদিকে, রাতভর স্থল ও আকাশপথে বিরামহীন গোলা বর্ষণের ফলে গাজায় পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। ভেঙে পড়েছে টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা।
এক সপ্তাহ ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্যের সরবরাহ বন্ধ করে দেয়ায় সম্পূর্ণ এক দুর্বিষহ সময় পার করেছে গাজাবাসী। ইসরাইলের হামলায় এখন পর্যন্ত সাত হাজার ৩৩৪ ফিলিস্তিন নাগরিকের হত্যার খবর নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃত ব্যক্তিদের নাম, পরিচয় আইডিসহ একটি তালিকা প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় 'মানবিক যুদ্ধবিরতি' প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১২০টি, ভোট দানে বিরত ছিল ৪৫টি, এবং কানাডাসহ ১৪টি রাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



