জনগনকে শিক্ষার সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কেও সেটা নিতে অস্বীকার করতে পারে, মুর্খ থাকতে চাইতে পারে, সেটা তার ব্যাক্তিগত ইচ্ছা। কিন্তু অন্য কাওকে বাধা দিতে পারেনা। বইয়ের টপিক পছন্দ না হলে পাতা ছিড়তে পারেনা। এইভাবে সবাই যদি পছন্দ না হলে সব বইয়ের পাতা ছিড়তে থাকে, তাহলে অনেক বইয়ের কভার ছাড়া আর ভিতরে কিছু থাকবেনা ।
মানুষ তিন রকমের হতে পারে। পুরুষ, নারী এবং হিজড়া।
পৃথিবীতে বহু রকমের হিজড়া আছে বায়োলজিক্যালি এবং পার্সোনালিটি মতে। এটি গালি নয়। এরাও পরম করুনাময় বিধাতার সৃষ্টি। তিনি কেন তাদের মাঝামাঝি করে সৃষ্টি করেছেন তা তিনিই ভালো জানেন।
যে ব্যক্তি খোদার কোন সৃষ্টিকে অবজ্ঞার চোখে দেখে সে হলো মূ-র্খ। মূ-র্খের শিক্ষক হওয়া উচিত নয়।
ইচ্ছে করলেই কেও জেন্ডার চেইনঞ্জ করতে পারেনা,যদি না আগে থেকেই তার শরীরে হরমোনের পরিবর্তন না ঘটতে থাকে। এবং সেটাও উপর ওয়ালার ইশারায় ঘটে
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬