পরিমিত খান, হাটিয়া বেড়ান, মাথায় ইংলিশ হ্যাট নিয়া-
পরিপাটি সাজ, মুখ ভরা বুলি, ভাড়াক্রান্ত সম্পদে।
রিটায়ার্ড সচিব, অতীত গরীব-
লজ্জায় আড়ষ্ট রক্ত পরিচয়ে।
ফ্লাট বারো খান, গাড়িও হাঁকান, পাশে থাকে সারমেয়।
দুনিয়াতে হায়! “ভদ্র সঙ্গী”- সারমেয় ছাড়া নয় কেহ !
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১০