এতিমদের টাকা আত্মসাত করার অভিযোগে (সত্য/মিথ্যা) সাবেক প্রধানমন্ত্রীর সাজা হলো।
আমরা তো শালার এতিমের ঘরের এতিমদের চেয়েও জঘন্য অবস্থায় আছি।
আমাদের ব্যাংকে রাখা টাকা লুট হয় বিচার হয় না
আমাদের রাষ্ট্রীয় হাজার কোটি টাকা পাচার হয় বিচার হয় না
দুর্নীতি করে আমাদের পকেটের লক্ষ কোটি টাকা বিদেশ চলে যায় বিচার হয় না।
শেয়ার বাজাড়ে জমা রাখা আমাদের স্বপ্নের চেক আরেকজন ভাঙ্গিয়ে খায় বিচার হয় না
আমাদের গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নেয়া হলো বিচার হয় না
কষ্ট করে লেখা পড়া শেষ করেও কোটার প্যাচে পড়ে সুন্দর স্বপ্ন মুকুলেই ঝড়ে যায় কোন বিচার পাই না।
বিচার কোনদিন পাবো ও না, তবে মৌখিক প্রতিবাদ করে যাই সকল অন্যায়ের বিচার চাই। আমরা আম পাবলিকের টাকা আত্মসাতকারী সকল ডান/বাম নেতার বিচার চাই.....
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩