মানুষ নামের আশ্চর্য জীব আমরা! সেই জন্ম থেকেই সামনে চলা শুরু, এর কোন বিরাম নেই। জন্মের পর থেকে স্কুলে যাবার আগ মুহুর্ত পর্যন্তই মনে হয় আরামের জীবন! এরপরই থেকে শুরু হয় এটা করি নাই, এটা করতে হবে, এভাবে চলতে হবে, এমনটা হতে হবে, কত কি! যেন হবার শেষ নাই, তেমনি ইচ্ছারও শেষ নাই! স্কুল জীবন শেষ হলে ভাবতে হয় আগামীর কলেজ জীবন, তারপর ভার্সিটি লাইফ! সবশেষে ভালো একটা পেশা যা পরবর্তি জীবন চলার সহায়ক/নিয়ামক হতে পারে! এখানেও কি শেষ আছে??? মনে হয় এমন যদি একটা চাকুরী পেতাম, এমনটা হতাম! সাথে আসে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়........দিল্লীকা লাড্ডু
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




