প্রতি ৩০-৪০ বছর পর-পর বিশেষতঃ পাহাড়ী এলাকার বাশেঁ ফুল আসে। কৃষকরা (পাহাড়ী এবং সমতল সব এলাকাতেই) এটাকে কু-লক্ষণ বলে ধরে থাকেন। এই বছর সেইরকম একটি বছর পার্বত্য চট্রগ্রামে।
কু-লক্ষণের মূল কারণ হলো ইদুঁর! বাশেঁর এই ফল এবং ফুল খেতে ছুটে আসে ঝাকে-ঝাকে ইদুঁর। এবং ইদুঁরের জন্য এটা ভায়াগ্র স্বরুপ কাজ করে
তবে এর বিপরীতে আরেকটি চিত্রও আছে। বান্দরবানের বম এবং ম্রো আদিবাসীদের অত্যন্ত প্রিয় খাদ্য শুকনো ইদুঁর! স্হানীয় রুমা, রোয়াংছড়ি সহ অনান্য বাজারে সাপ্তাহিক হাটঁবারে এই ইদুঁর ৩-৫ টাকায় বিক্রি হয়।

পৃথিবীর অনেক এলাকার ইতিহাসেই নানা সময়ে দুর্ভিক্ষের কারণ হিসাবে এই বাশেঁর ফুলকে দায়ী করা হয়।
আরো ছবি
প্রথম ছবি এবং খবরগুলো সাম্প্রতিক।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




