মাননীয়া প্রধানমন্ত্রী, দিন এর পর দিন সোনার বাংলার স্বপ্ন দেখাইয়া আপনি আমাদের সাথে প্রতারনা করেছেন । আপনার যোগ্য মন্ত্রী বাহাদুররা এখন এক -দুই কোটি টাকার কথা কয় না , শত শত , হাজার কোটিও তাদের কাছে কিছু না । নির্লজ্জের মতো মিথ্যা বলে , প্রতারনা করে আপনি এবং আপনারা আপনার ফ্যামিলি ক্ষমতা এনজয় করতেছে। আর বিনিময় এ আমরা সাধারন মানুষ নির্যাতিত / প্রতারিত হচ্ছি। আমরা কি সব সময় নির্যাতিতই থাকবো ? পুর্তগীজ, মারাঠা,বৃটিশ, পাকিস্তনীরা আমাদের অনেক কষ্ট দিছে । ইন্ডিয়ানরা আমাদের সাথে যা তা আচরন করতেছে....আর আপনারা প্রতারনা করেই যাচ্ছেন....দিন দিন আমরা অসুস্ত, রুগ্ন হয়ে যাচ্ছি। আমদের কি কনো মুক্তি নাই ? আমাদের উপর সবার এতো রাগ কেন ?? আমারা কি দোষ করেছি... ??
এক খালেদা তার কামের মেয়েকে সাথে নিয়া যে সাহস দেখাইছে , আপনারা পুরা ক্ষমতা নিয়াও সে সাহস দেকাতে পারেন নাই। কারন কি জানেন ? কারন আপনি আমাদের কাছে অত্যাচারি, আর অত্যাচারি চিরকালই ভীরু । আপনাকে আমরা সন্মান করি , কারন আপনি আমাদের প্রধানমন্ত্রী, দেশ এর সন্মান। আপনি এ পদটাকে আর কুলোষিত কইরেন না । জাতির কাছে ক্ষমা চেয়ে আপনি পদত্যাগ করেন। আপনার তো চাওয়া পাওয়ার কিছু নাই তাই না ? একজান তিন বার প্রধানমন্ত্রী হইছে দেখে আপনার ও জোর কইরা তিন বারই হইতে হইবো এমন তো কনো কথা নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


