ফাসটেই শুইনা রাকেন, এই সমগ্র ব্লগে প্ররফেশুনালি উভুন্টু ইউযকাড়ি অইলেন একজুন, মানে এউক্কা!!লিনক= Click This Link
আগের পুস্টা দিছিলাম কাড়ণ বাস্টবটা অইলো উবুংটুর ভাত বা রোটি কুনোডাই বাংলাডেশে নাই...আচিলোও না... অইবোও না.... [অন্ত:ত ২০১৩ পু্জন্ত...]
তো আমার শেই পুস্টের অন্ত:নিহিটো আরেকটা উদ্দেশ্য চেলো কুনো আইটি রিলেটেড বা বিজনেস রিলেটেড কুন লাবজনুক প্রতিস্ঠানে উবুন্তু কুনো উজবুকেরা ইউজ করে কীনা।
বা কুনো ইসকুলে/কলেজে/ইন্সটিটুটে/লেবে উবুনটু ইউজ করে কিনা।
__এই বাংলাদেশে__
উত্তোর অইলো না। না। এভুং না।
কুনো খানেই উভুনটু ইউয অয় না পরফেশুনালি।
কেবুল চিরিয়ারখানার কাছাকাছি কুড়ের বাদশা ভাইজানের আপিসে এই উভুন্টু ইউজ বাধ্যমুলক!
তাইলে কেন উভুন্টু লয়া এতো হুদাই মাতলামি এই বল্গে।
এমনেই কুকবি দিয়া ভরা এই সাইট।
ভালা লেকা পাওয়াই মুশকিল।
হেরো মইদ্যে ১০ টেকি পুস্টের ৯য় টাই উভুন্তু লয়া।
--কেমতে কেমতে ভিক্কা কইরা শিপিট থিকা উভুন্টু পাইলাম।
--কেমতে তিনরাইত দইরা IDM ইউয কইরা, কুতায়া মুতায়া, উভুন্টু ডাউনলুড করলাম হেইডা লয়া পেনপেনানি।
--উভুন্টু কতো সোনদর...কট্টুক বান্দর....কতটুক ত্যেন্দর...কেমুন উস্টাবল
...................................ইত্যাদি, শুভেচ্ছা, আজকাল,আনন্দমেলা।
আমনেকি এতো আয়েডিনে অভাবে ভুকতেচেন যে, ঐ চিরিয়াখানার লগের অফিসে যাওয়ার লিগা উবুং্টু শিকবেন?
নাকি শিকলে প্রফেশনালি রেড হ্যাট/সুসি/ফেদোরা কোরের লিনাক্স ডিস্ট্রোতে বা সান সুলারিসে বিভিন্ন সার্ভার সেটাপ শিকবেইন।
নাকি [চুরি করা বা কিন্না_জেমতেই অইক] ওরাক্কেল, সি#, ডটনেট, ভিবি, এসকিউএল-২০০০/২০০৫/২০০৮, কিরিস্টাল রিপুরট
অতবা
এইচটিএমএল/পিএইচপি/এসপি/ফ্লাশে/মাইএসকুল দিয়া উয়েব ডিজাইন
অতবা
পটুশপ/ইলাসটু/পেরিমিয়ের/মহান ফ্ল্যাশ শিক্কা নিজের কেরিয়ার গড়বেন হেইডা ভাইবা দেকেন।
যদি ঐ উভুন্তুর উজবুক দালালগের খপ্পরে পইরা নিজের পায়ে নিজেই কুড়াল মাড়বার চান, মাইনে উজবুকুন্তুর লুপে পড়তে চান তাইলে শুকরিয়া করেন আপেত্তি নাই আমার বা কারু।
বিনীত,
আমিই স্রোত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


