ভাটির বাউল শাহ আবদুল করিমকে নিয়ে এরই মধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু তথ্যচিত্র। চলচ্চিত্রও নির্মাণ হচ্ছে। এবার তাঁকে নিয়ে তৈরি হচ্ছে মঞ্চনাটক। 'মহাজরেংবেরং প্রতিবেদক ঁ
চট্টগ্রামে প্রথম মূকাভিনয় সম্মেলন শেষ হয়েছে গতকাল। চট্টগ্রামসহ সারা দেশের মূকাভিনয় কর্মীরা সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে সারা দেশের মূকাভিনয় সংগঠনগুলো নিয়ে গঠন হয়েছে 'বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন'। সর্বসম্মতিক্রমে আট সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক রিজোয়ান রাজন। সদস্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইস্রাফিল আহম্মেদ রঙ্গন, স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন, মাইম আর্টের প্রধান নিথর মাহবুব, মুক্তমঞ্চ নির্বাক দলের প্রধান শহিদুল হাসান শামীম প্রমুখ। এ কমিটি ছয় মাসের মধ্যে ঢাকায় একটি মূকাভিনয় উৎসব করবে। সে উৎসবেই মূকাভিনয় ফেডারেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।নর নাও' নামের নাটকটি লিখেছেন শাকুর মজিদ। সুবচন নাট্যদল এ নাটকটি মঞ্চে আনছে। নাটকটি যৌথভাবে নির্দেশনা দিচ্ছেন সুদীপ চক্রবর্তী ও গিয়াস আহমেদ। বর্তমানে 'মহাজনের নাও' নাটকের মহড়া চলছে।
শাহ আবদুল করিমকে নিয়ে নাটক লেখা প্রসঙ্গে শাকুর মজিদ বলেন, 'দীর্ঘদিন যাবৎ আমি শাহ আবদুল করিমকে নিয়ে কাজ করেছি। একটি তথ্যচিত্রও নির্মাণ করেছি। সেই অভিজ্ঞতার আলোকে নাটকটি লিখেছি। পুরো নাটকটিই ছন্দে লেখা হয়েছে। এটিকে কাব্যনাট্য বলা যায়। শাহ আবদুল করিমের জীবন ও দর্শনই এ নাটকের মূল প্রতিপাদ্য বিষয়।'
আগামী ১২ জুন 'মহাজনের নাও' নাটকের উদ্বোধনী মঞ্চায়নের কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



