আপনি কম-বেশি মানসিক সমস্যায় আছেন?
আমরাও কম-বেশি এই রকম ভুগি - এইটাই জীবন -
ভয়ের কিসুই নাই
আমরা অনেকেই অনেক আশা করি - অনেক ভাবি - অনেক ভালকিছু করব ভাবি - কিন্তু পারিনাহ অনেক কিছুই
অনেক সময় - প্রেম নাই, আদর নাই, টাকা নাই, চাকরি নাই - কতকিছু -
সময় সব কিছু সহজ করে দেয় - দিবে
তুমি ভয় পাবেনাহ!
হতাশা দুর করার অনেক পথ আছে -
১। ধর্ম-এর নিয়ম মানুন - অনেকের জন্যই এটা ভাল হয়। ধরমীয় বই (যেমন, কোরান বুঝে পড়ুন মুসলিম হলে, বাইবেল/বেদ., আপনার ধর্ম মতে) - দেখবেন - মন শান্ত হবে
২। মানুষের সাথে মিশুন - দেখুন কত গরীব - কত দূখী!
৩। একজন সাইকিয়াট্রিষ্টের সাথে কথা বলুন।
৪। ভাল মানুযদের জীবনী পড়ুন - প্রথমদিকে কঠিন লাগবে - সময় দিন - সবকিছু ঠেক হবে।
৫। হাসতে শিখুন, ভালবাসতে (কেবল অপজিত সেক্সকে নয়) শিখুন, দেখুন - জীবন সত্যিই সুন্দর!
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




