প্রথম বাঙালি এমপি হওয়ার পর এবার ব্রিটিশ মন্ত্রিত্বও অনেকটাই বাঙালির হাতের নাগালে নিয়ে এসেছেন এই বাঙালিকন্যা।রোববার লেবার পার্টি নেতা এড মিলিব্যান্ড তাঁর শ্যাডো কেবিনেটে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনেল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) বিভাগের জুনিয়র মন্ত্রী হিসেবে বাংলাদেশি বংশোদ্ভুত এমপি রোশনারা আলীর নাম ঘোষণা করেন। এরই সুবাদে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বাঙালির এই নতুন সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে স্বপ্ন দেখা ।
লেবার পার্টি নেতা এড মিলিব্যান্ড রোববার তার ছায়ামন্ত্রিসভার জুনিয়র মন্ত্রীদের তালিকা প্রকাশকালে বলেন, `আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই, নতুন প্রজন্মের কয়েকজন এমপিকে আমাদের টিমে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। এদের প্রতিভা সিনিয়র লেবার এমপিদের অভিজ্ঞতার সংস্পর্শে এসে টোরি-লিবডেম জোট সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে লেবার পার্টিকে সহায়তা করবে।
এর আগে এড মিলিব্যান্ড তার শ্যাডো কেবিনেট সদস্যদের নাম ঘোষণা করে টোরি-লিবডেম জোট সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা আদায়ে এই টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ।
বিস্তারিত পড়ুন
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



