৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের ওই চিত্রকর্মটি চুরির পেছনে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের এ সাজা দেয়া হয়েছে।
আগস্টে ভ্যান গঁগের ‘ভাস উইথ ভিসকারিয়া’ নামের চিত্রকর্মটি চুরি হওয়ায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সামর্থ্য নিয়ে প্রশ্ন দেখা দেয়। পাশাপাশি মিসরের জাতীয় সম্পদের নিরাপত্তার বিষয়েও উদ্বেগের সৃষ্টি হয়।
বিচারক আহমেদ এল শাহেদি বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী মোহসান শালানসহ ১১ কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আদালত।’
অন্য আদালতে মামলা পর্যালোচনার আগে ১ হাজার ৭৬০ মার্কিন ডলার জামানত দিয়ে তারা কারাগারের বাইরে থাকার অনুমতি পাবে বলেও ওই বিচারক জানান।
বিস্তারিত
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



