সেদিনের ঘ্রান পাই আজও
মেঘলা সেই কালো দিনটার।
ঝড়ো হাওয়ার দাপট ফুটপাতে।
ছিয়াশির মেঘলা একটি দিন ...
কবে যেন ... কে যেন ছিল পাশে?
তোমার বিষন্নতা আমায় ছুঁয়েছিল।
তুমি রিকশা নিতে রাজী ছিলে না।
ভিজবে জলে বলেছিলে...বিন্দু বিন্দু ...
বিন্দু বিন্দু ... বিন্দু বিন্দু ...
সুশীতল জলে।
এ্যালিফেন্ট রোডে বৃষ্টি আজও ঝরে;
ঝড়ো হাওয়ার দাপট ফুটপাতে ...
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



