ব্লগার তায়েফ জানতেন কিনা জানিনা তার পোস্টটি স্টিকি হবে কিনা কিংবা তা থেকে এমন একটি কর্মসূচীর উদ্ভব হবে কিনা। কিন্তু ব্যাপারটা ঘটে গেছে। পোস্টটি সামুর উপরে ঝুলার ফলে যা হয়েছে তা হল সাধারন ব্লগাররা হঠাৎ করে কিছুটা হলেও নিজের বিবেককে জাগিয়ে তোলার , বাংলা মায়ের প্রতি নিজের ভালবাসা শান্তিপূর্ন ভাবে প্রকাশের একটা সুযোগ পেয়ে গেল। এটা এই বিষয়ে অন্য কারো পোস্ট স্টিকি হলেও হয়ত এমনটিই ঘটত।
রক্ত দিতে হলে আমি জানি , আমি সহ আরো হাজারো বাঙ্গালী লাইনের পিছনে গিয়ে দাঁড়াবেন- মুখে যতই রক্ত দিব বলে ফেনা তুলিনা কেন, জানের প্রতি মায়া সবারই আছে। পৈত্রিক প্রানটা দিয়ে দেয়া এত সহজ কাজ না। মানব বন্ধন যেহেতু মোটামুটি নিরুপদ্রব একটা আন্দোলন, পুলিশের মার খাওয়া বা রক্তপাতের আশংকা মোটামুটি শূন্যের কোঠায় সো আমার মত আমজনতা একপায়ে দাঁড়িয়ে গেল। এটলিস্ট দেশের কথা ভাবি, দেশের জন্য কিছু করার ইচ্ছা আমারও আছে তা প্রকাশের একটা সুযোগ পাওয়া গেল। ক্লাশের অনেককে তাই বলে ফেললাম আমাদের কিছু করা উচিৎ- অনেকে সানন্দে রাজিও হয়ে গেল। ব্লগেরও অনেককে দেখলাম আশেপাশের সবাইকে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। মানববন্ধন হবে, শেষে ভাল একটা উইকএন্ড আড্ডাও হবে- মন্দ কি !!!
সামু হচ্ছে রথিমহারথিদের জায়গা- কেউ মানুক আর নাই মানুক , আমি মানি। এখানে সবাই মুই কি হনুরে- বিশ্বাস না হলে এখনই নিজের বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করুন !!!! কি শিউর হলেনতো ??
আর বাঙ্গালী হিসেবে অন্যের নাম ডাক, অন্যের ভাল আমরা খুব কমই চাই - দরকার হলে এটাও নিজের বুকে হাত রেখে জানতে চান- এটলিস্ট নিজের আশেপাশের মানুষজন আমার থেকে এগিয়ে যাবে, নাম কামাবে এটা মানতে আমার অনেক কস্ট হয়। আপনার যদি না হয়, তবে আপনি মহামানবদের কাছাকাছি নিজেকে ধরে নিতেই পারেন।
কোন একটা স্টিকি পোস্ট দেখলে সাথে সাথে আমার মনের গহীনেও ঐ লোভটা জেগে উঠে, আমারটা কেন হয়না, কবে হবে, আর আমি পছন্দ করিনা এমন কারোটা হলেত কথায় নেই- শালার মডুরা কি ঘুমাইয়া ঘুমাইয়া স্টিকি করে নাকি, এমন ভাবনাটাই মনে কাজ করে। আড় পছন্দের কারোটা হলে ভাবি, শালা এই মাল কেমনে পয়দা করল, আমার মাথায় যে কেন আসলনা !!!!
ফেলানীর জন্য না শুধু প্রতিনিয়ত মরার মুখে থাকা অসহায় কিছু বাঙ্গালীর জন্য (রুটিরুজির জন্যও অনেকে ভারতে যান) আমরা দুবেলা পেটপুরে খাওয়া পাবলিকরা অন্তত কিছু একটাত করা উচিৎ । মাথায় হয়ত এই চিন্তা আমার আপনার অনেকেরই আসে, তবে পোস্ট দিয়ে দেয়া হয়না এই আর কি ?? তায়েফ বেটা চামে ঝড়ে বক মেরে দিল !!!!
যায় হউক ঘটনা সেটা না, ঘটনা হল- কাজটা হয়ে গেছে, সবাই মিলে দাঁড়াব এমনটাও ঠিক হয়ে গেছে। কিন্তু না ভুলে গেলে কি চলবে আমি .. !!!
ব্যাপারটা সফল হয়ে যাচ্ছে, তায়েফ বেটা ও হাইলাইটেড হয়ে যাচ্ছে- এতদিন ধরে ব্লগে আমি............আমি কিছুই করতে পারলামনা, আর ঐ বেটা ..উফ এটা হতে দেয়া যায়না।
শুরু হল চেস্টা...........খুব একটা হালে পানি পাচ্ছিলনা সে আয়োজন.....গুবলেট পাকিয়ে দিলেন ফিউশন ফাইভ!!!!
তায়েফ শিবির করে কিনা জানিনা, তবে বেচারা জানিনা কার বুদ্ধীতে কোন এক ব্যক্তিকে আহবায়ক বানাতে গিয়ে একটু গুবলেট পাকিয়ে ফেলল মনে হয়। এই ধরনের আয়োজনের কোন কিছুরই আসলে দরকার নেই- সবাই যাবে দাঁড়াবে , সময় শেষে নিজের রাস্তা মাপবে। কাউকে চান্স দেয়া যাবেনা নেতা হবার, তাহলেই ধরে নেয়া যাবে আন্দোলন ঠিক পথেই হয়েছে। যায় হউক গুবলেট তো পাকলই, কিন্তু তাই বলে কি আন্দোলনটা থেমে যাবে ??? যদি যায় কিন্তু কেন........
জামাত শিবিরের কি এতই সাহস হয়ে গেছে যে প্রেস ক্লাব এর সামনে আমাদের হাত থেকে একটা আন্দোন কেড়ে নিয়ে যাবে, এতই সোজা - মুই কি হনুরে ভাবা আমি এত সহজেই ওদের হাতে সব তুলে চলে আসব। আজব- এই ভয়ে দেখি একদল ঘোষনা দিল কালকে যাবইনা। ববিড়ালের ভয়ে ঘরে মাছ খাওয়া বন্ধ টাইপ ব্যাপার মনে হল।
যেতে না চাওয়া মহান দেশপ্রেমিকদের কাউকে বলতে শুনছিনা আসেন - আমরা দাঁড়াব, কেউ কোন কথা বলবেনা, শুধু দাঁড়াব, ফেলানীকে নিয়ে কোন রাজনীতি করতে দিবনা । ব্লগে জামাত শিবির মেরে তামা করে দেওয়া পাবলিকরা কেউ দেখি সাহস করে সামনে আসছেননা, আরে ঐ শিবির কি এতই শক্তিশালী হয়ে গেছে, তাহলে লেখাপড়া করে আমি এত দিন কি কামটাই করলাম, যে এত সহজেই আমারে দিয়া ওরা ব্যবসা করব।
ফিউশন এর ব্লগে দেখলাম নামকরা ব্লগাররা সব জামাত শিবিরের গোস্ঠী উদ্ধার কইরা ফেলতেছে, কাউরে দেখলামনা সামনে আইসা দায়িত্ব নিতে। সবাই খালি সবাইরে যাইতে না করে- এরা নাকি ঘরে বইসা দেশ উদ্ধার করব, রাজাকরের বিচার চাইয়া গলা ফাঠায় অথচ কেউ আরেকজনরে রাজাকার অপবাদ যেহেতু দিয়া দিছস তার কাছ থেকে কাইরা নিয়ে নিজের দেশপ্রেম দেখানোরও সাহস করতেছেনা !!! হায়রে বাঙ্গালী- চুলকানির স্বভাবটা গেলনা, ঘরে বইসা দেশ উদ্ধারের আজন্ম স্বপ্নই খালি লালন করা শিখলি .......
জানিনা আমার অবজারভেশন ঠিক কিনা, তবুও যতটুকু দেখলাম কালকের মানববন্ধন যাতে না হয় তার জন্য অতিনাস্তিক আর তাদের শুভাকাংখিরা একটু বেশী সরব !!!! ঘটনাটা ঠিক বুঝলামনা, আবার এরা কেউ সামনে আইসা দায়িত্বও নেবার সাহস দেখাইতেছেনা, তাদের এই হীনমন্নতার কারনটাও বুঝতে পারতেছিনা।
একটা জিনিস খালি বুঝলাম ব্লগ এদের দৈনন্দিন জীবনের অনেক বড় একটা সময় জুড়ে আছে, কিছুটা গ্রামের পেচকি লাগানো মহিলাদের মত স্বভাব ও এদের আছে।সব কথাই এরা সেভ কইরা রাখে, অবশ্য এইটা ভালো ডকুমেন্ট সংগ্রহে রাখা, কিন্তু অন্যের পিছে লাগতে লাগতে যে এরা নিজেরা আর কিছু করার ক্ষমতা হারাইয়া ফেলে এইটা দেখে বেশ কস্ট লাগল...........
তায়েফ এর কিছু পোস্ট দেখলাম, সাথে তার বিরোধীতা কারীদেরও। বিরোধীদের বিশাল একটা অংশ দেখলাম প্রচন্ড ভাবে নাস্টতকতা দোষে দুস্ট। খটকাটা লাগল এইখানে। আস্তিক (চরম ভাবে) ব্লাগার তায়েফের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃপাহাটায় জিততে গিয়ে তবে কি এই আস্তিক নাস্তিক ক্যাচালের খেলায় ফেলানী ধরা খেয়ে গেল ???? বুঝতে পারতেছিনা পুরা ঘটনা। ঐসব রথিমহারথিরা নিজেরা যাবার ব্যাপারে এত উদাসীন কেন ফেলানির জন্য দাঁড়াতে। কেউ দেখলাম বলছেনা , চলেন আমরা সবাই যায়, হারামজাদা তায়েফ যদি কোন ভাবে এই কাজের মাধ্যমে শিবিরকে বেনিফিট দিতে চায় তবে সাথে সাথে কলার চেপে ধরব !!!! আমরা কোন মতেই শিবিরকে চান্স দিবনা, কিন্তু ফেলানীর জন্য, আমার এই দেশের জন্য দাঁড়াব, আমার কোন ভাইয়ের দিকে যাতে আর কোন গুলি ছোড়া না হয় তার প্রতিবাদ জানাতে দাঁড়াব ..................না কেউ এভাবে বলছেনা, শুধু একটাই কথা- আমরা দাঁড়াবনা !!!!!
আমি নগন্য মানুষ, ব্যাপারটা ঠিক বুঝতে পারতেছিনা, আসল ঘটনা কি ?? তবে একটাই ডিসিশান- আমি কালকে যাব, আমাকে যেতেই হবে, কোন ঋন শোধ হবেনা দেশের জন্য, তবুও যাব, শুধু আত্মতৃপ্তির জন্য, যে হ্যাঁ দেশের জন্য আমিও একবার দাঁড়িয়েছিলাম। রক্ত দেবার মত, তীব্র গনআন্দোলন তৈরি করার মত বুকের সাহস আমার নেই, ভাল সংগঠক ও আমি নই, বড় বড় কথা বলে কাজের কাজ কিছু না করতে পারা লোক ও আমি নই। আমার বিবেক আজও আছে, ওরা বর্ডারে যা করছেস সেটা মেনে নেয়া যায়না, তাই আমি যাব- আর আমার এই যাওয়াকে কেউ নিজের স্বার্থে ব্যবহার করবে- এটা জানি অত বড় গাধাও আমি না যে তা হতে দেব- কালকে পেপারে আসবে- "শিবিরের আয়োজনে ফেলানীর জন্য মানববন্ধন " এই কথা আমি বিশ্বাস করিনা। আর এর মাধ্যমে রাজাকারদের বিচার অন্যখাতে যাবে এটাও আমি বিশ্বাস করিনা। দুনিয়া অত সোজা না ........যাদি তাই হত অমন মানববন্ধন ওরা প্রতিদিনই করত, টাকা দিয়ে পৃথিবীতে সবচেয়ে সোজা কাজ এই বাঙ্গালীকে কিনে ফেলা। আমি বাঙ্গালী হলেও আমাকে কিনা অত সোজা না, আমার মাথায় কাঁঠাল ভাংবা ঐটাও অত সোজা না......................।
আমি দাঁড়াব, আমার বাংলাদেশের জন্য.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


