![]()
রাত আট টা, বাসায় উঠার জন্য লিফটের অপেক্ষায় । লিফট নেমে আসার সাথে একটি মেয়েও নেমে আসল, সুন্দরী, ভাল ফিগার.............গলায় যেমনে ওড়না পেচাইয়া রাখছে তেঁতুল ছাড়া আর অন্য কিছু মনে হবার সুযোগ নাই, পোরা চোখ ঐদিকে গেলে আমার কি দোষ
আমার সাথে একটি ছেলেও উঠল, হাতে বই খাতা, আমার উপরের তালায় থাকে, প্রাইভেট ভার্সিটিতে পড়ে। উঠেই মেয়েটিকে বলল সরি দেরি হয়ে গেল।
দুজন চুপচাপ, আমি থাকায় কিছুটা অস্বস্তিতে , মেয়েটা কাচুমাচু। আমি নামলাম, তারা উঠে গেল।
মেয়েটা সম্ভবত কোন ছাত্রী হোস্টেলে থাকে, না হলে এত রাতে এক পোলার মেসে আসার সুযোগ থাকার কথা না, হাতে বই ও আছে।
খারাপ ভাবনা চাইলেই এড়ানো যায়, মেয়েটা পড়তে এসেছে বন্ধুর কাছে , মন যে খারাপ , কি আর করা, মনে হল সে এসেছে দুই কাজ ই করতে, একটু লেখাপাড়া আর সাথে
বুঝিনা কিসের ভরসায় এই মাইয়া গুলা বন্ধু কাম প্রেমিক, পেশায় ছাত্র এইসব পোলাপানের সামনে অবলীলায় কাপড় খুলে শুয়ে পড়ে।আর যদি তা নাও হয় এমন কি পড়ালেখা যে এই রাতে পোলার মেসে আসতে হবে, সারাদিন বাদ দিয়া ।
বাবা মা আশা কইরা ঢাকায় পাঠাইছে পড়তে, আর মেয়ে অপেক্ষায় থাকে সুযোগ পাইলেই খুলতে.........খারাপ ছাড়া ভাল চিন্তা আজকাল মাথায় আসেনা
এত ভিডিও বাইর হয়, এত ছবি, তাও হুশ হয়না কেন। যৌবন জ্বালা বইলা কথা......
লেখাপড়া করবি কর, রাইতের বেলা পোলার রুমে যাইয়া করতে হইবো কেন?
ইহা একটি আফসোস মূলক পোস্ট। কেউ গিয়ান দিতে আইসেন না, সমজা সংসার আপনে যেমন দেখেন, আমিও দেখতেছি ।
তেঁতুল খুব খারাপ জিনিস, জিভে জল আসবেই । খালি শফির কথা না, আমেরিকার লোকজনও কইছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




