জন্ম, মৃত্যু, বিয়ে
এই তিনটি আল্লাহর হাতে......
কেউ পারবে না এগুলো খন্ডাতে.......
আমি যা বলতে চাই, ফেসবুক আমরা প্রায় সবাই ব্যবহার করি, হোক সেটা বিনোদনের জন্যে আর হোক সেটা কাজের প্রয়োজনে ।। যদি আমি মারা যাই, কি হবে আমার....?? ধর্মের নিয়ম অনুযায়ী আমার দাফন হবে।। কিন্তু আমার এই শখের ফেসবুকের কি হবে?? কেউ তো আর আমার আইডির পাসওয়ার্ড জানে না, যে আইডিটা অফ করে দেবে।।
আমার এই কথাগুলা বলার একটাই কারণ।। প্রতিদিন আমরা অসংখ্য নিজের বা বন্ধু বান্ধবের ছবি ফেসবুকে আপলোড করছি।। ইসলামে এমনিতেই ছবি তোলা নিষেধ, কিন্তু নানা কাজের প্রয়োজনে হক আর বিনোদনের জন্যে হক, আমাদের ছবি তুলতে হয়।। হ্যাঁ এবার আসল কথা বলি, যদি আমি গত (মৃত) হয়ে যাই, ভার্চুয়াল জগতের সবাই কিন্তু জানবে না যে, এই আইডির মালিক কি জীবিত না মৃত?? যদি আমি মারা যাই, আমি না চাইলেও, যদি আমার ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের কেউ একজন ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়ে দেয় যে এই আইডির মালিক মারা গিয়েছে।। ফেসবুক কর্তৃপক্ষকে তা পর্যালোচনা করে আমার আইডিটি মেমোরাইজ করে রাখবে।। এর ফলে আর কেউ আমাকে কোন প্রকার ট্যাগ অথবা আমার কোন পোস্টটে লাইক বা শেয়ার করতে পারবে না।। পারবে না কেউ আমাকে ফলো বা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে।। পারবে শুধু আমার টাইমলাইনটা ভিজিট করে দেখতে।। আর কি কি করেছিলাম আমি??-(মেমোরাইজ প্রোফাইলের প্রাইভেসি সেটিংস এর উপর নির্ভর করবে এগুলো)
♦ এবার আসুন জেনে নেই ফেসবুকের এই মেমোরাইজ অপশনের কিছু কথা
• What happens when a deceased person's account is memorialized?
When a person passes away, we memorialize their account to protect their privacy. Here are some of the key features of memorialized accounts:
◘ No one can log into a memorialized account and no new friends can be accepted.
◘ Depending on the privacy settings of the deceased person's account, friends can share memories on the memorialized timeline.
◘ Anyone can send private messages to the deceased person.
◘ Content the deceased person shared (ex: photos, posts) remains on Facebook and is visible to the audience it was shared with.
◘ Memorialized timelines don't appear in People You May Know and other suggestions.
-(This Item Totally Copied From Facebook)
• কি করতে হবে যদি আমি চাই তোমার মৃত্যুর সংবাদ ফেসবুককে জানাতে?
◘ Click This Link লিংকটিতে গিয়ে আপাতত একটি ফর্ম পূরণ করে ফেসবুককে জানিয়ে দিন।। এ ক্ষেত্রে আমার প্রোফাইলে একটা আমার মৃতের উপর সংক্ষেপে একটা রিভিউ থাকতে হবে।। এটা আমার ফ্রেন্ড এর যে কোন একজনকে আমার প্রোফাইলে লিখে পোস্ট করতে হবে।। তারপর ফেসবুক কর্তৃপক্ষ আপনার রিকুয়েস্ট পর্যালোচনা করবে।।
অথবা
◘ Click This Link লিংকটিতে গিয়েও আপনি দিক-নির্দেশনা অনুযায়ী জানাতে পারবেন আমার মৃতের সংবাদ।। তবে এ ক্ষেত্র আমার মৃতের সার্টিফিকেটটি একপর্যায়ে ফেসবুককে আপলোড করে দিতে হবে।। এটি অনেক জটিল একটি প্রক্রীয়া।।
অথবা
If I Die অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনি জানাতে পারবেন আমার মৃতের সংবাদ।। তবে এতে প্রথমে 3 জন বিশ্বস্ত ফেন্ডকে এই অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত থাকতে হবে এবং কেবল মাত্র এই 3 জনই পারবে আমার মৃতের সংবাদ ফেসবুককে জানাতে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে।। যাচাই বাছাই এর উপর নির্ভর করে প্রক্রিয়াটি সম্পন্ন হতে 3 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত লাগবে।। পর্যালোচনা সম্পন্ন হলে ফেসবুক আমার প্রোফাইলটা মৃত ঘোষনা করে দেবে.
যতটুকু জানি আমার ফ্রেন্ডলিস্টের সবাইকে ফেসবুক মেইল এর মাধ্যমে জানিয়ে দেবে মৃত নিশ্চিত করণ বার্তাটি।।
ভুল থাকতে পারে, আমি ফেসবুক এর হেল্প সাপোর্ট অপশন থেকে যতটুকু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি সেটীর উপর নির্ভর করে লিখলাম।। আপনারা যদি কিছু জেনে থাকেন এ সম্পর্কে কমেন্টেসে জানানোর অনুরোধ রইল।।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



