২ঘ. অন্য কোন পোস্টের বক্তব্য নিয়ে নতুন পোস্ট কিংবা ব্যক্তিগত আক্রমনাত্মক পোস্ট আমরা প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারি । আমরা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।
অনেকদিন পরে আজ সামুতে এলাম। ব্যাক্তিগত কাজে বেশ ব্যস্ত থাকাতে আজকাল আর ঘন ঘন সামুতে আসাই হয় না। নির্বাচনী হাওয়া সব জায়গার মতই সামুও বেশ গরম। তবে, 'বিজাজো' দের ঘন ঘন পোস্ট ও কোন এক ব্লগারের কিছু প্রি ডিফাইন্ড তথ্যের ঘন ঘটা দেখে হতবাক হতে হলো।
সামু রুলস:
২ঙ. যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়।
সামু'র নিয়মনীতি ভংগ করে লাগাতার পোস্ট চলছে। যেখানে মন্তব্য মুছে ফেলা হয়, আলোচনা সেখানে আর চলে না।
আর, একজন কোন বিশেষ এক জাতীয় দলের বিরুদ্ধে কিছু তথ্য(!) দিয়ে যাচ্ছেন প্রায়ই প্রতিটি মন্তব্যে ও আরেকজন তো পোস্টেই।
যখনই মন্তব্য করতে গেলাম, তখনই দেখি,
"দুঃখিত, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই । "
তাহলে মনগড়া তথ্যসূত্র দিয়ে কোন এক রাজনৈতিক দলের ভাবধারা নষ্ট করার মাজেজাটি কি? নাকি, ঘটনা প্রবাহ অন্য দিকে নিয়ে যাবার চেষ্টা। নাকি, মুখ ও মন্তব্য বন্ধ করে দিয়ে নতুন ধরণের গনতন্ত্র চর্চা। মানে, ওনার পোস্টের রেফারেন্সে ব্যবহার করা তথ্যের সূত্র কোথায়?
আর যদি সঠিক কোন রেফারেন্স না থাকে তবে, দেখি সামু রুলস কি বলে,
৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।
আমি ছাড়া সবাই সব কিছু বুঝে। বেকুব হয়ে থাকাটাই বোধ হয় সবচেয়ে নিরাপদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





