দেশকে লুটে পুটে খাবার মন মানসিকতা বরাবরই আমাদের রক্তে রক্তে। মিশন ডাল-ভাতের নামে গরীবদের পেটে লাথি ঠিকই হয়েছে। এখন, ক্ষমতাধরদের হ্যাডম দেখে আর তাদের প্রতি মায়া জাগে না। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, ক্যাচাল লেগেছে মনে চুরির টাকায় ভাগ বাটোয়ারা নিয়ে।
বিক্ষোভ প্রদর্শনের অনেক রাস্তাই ছিলো। আজকালকার সময়ে মিডিয়া অনেক বেশি শক্তিশালী। সাংবাদিক সম্মেলন বা মিডিয়ার সামনে নিজেদের সমস্যা তুলে ধরা যেতো। কিন্তু, সশস্ত্র বিক্ষোভ প্রদর্শনে এখন তাদের অবস্থান আমার কাছে অনেকটাই জংগিদের মতো। এই সশস্ত্র বিক্ষোভে, সাধারণ মানুষ যারা এখনো পর্যন্ত আহত বা নিহত হয়েছেন, তার দ্বায়ভার কে নেবে।
সাধারণ ক্ষমারও কোন মানে নেই। ইতিহাস বলে সাধারণ ক্ষমতাতে অপরাধীর মানসিকতা কখনো পরিবর্তন হয়না। অপরাধীর বিচার হোক। এখন শান্তি নয়, সময় পরিবর্তনের।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





