লুলান শা কুকাম সংক্রান্ত মন্তব্যের কারনে বহুদিন যাবত জেনারেল ছিলাম। আজ সেইফ হয়ে একটা পোস্ট দেবার পায়তারা কর্সিলাম। যাকিছু লিখতে শুরু করি-ঘুড়ে ফিরে লেখার বিশয়বস্তু হয়ে যায় লুলান শা কুকাম! চিন্তা কর্সিলাম ঐ কুখ্যাত লোকটাকে নিয়ে লেখা উচিত হইবে কিনা!
হঠাত একটা ঝাড়ি খাইলাম। থুক্কু ঝাড়ি না ঝাকি খাইলাম! কাহিনী কি বুঝলাম-ভূমি কম্প! ঝটপট লিখে ফেললাম-ঢাকায় ভয়ংকর ভূমি কম্প হইতাসে-ভাল মানুষ সবাই সাবধানে থাকেন, ঘর ছাইরা রাস্তায় নামেন আর লুলশান শা কুকামেরমত লুকদের ঘর থেইকা বাইরাইতে দিবেন্না!
ভেবেছিলাম-আজ আমিই তরতাজা একটা বিশয় নিয়ে পোস্ট দিয়ে সামুতে হৈ চৈ ফেলে দিতে যাচ্ছি। কিন্তু বিধি বাম! ভূমিকম্প নিয়ে আমার আগেই এক গন্ডা পোস্ট করিতকর্মা ব্লগারগন দিয়ে ফেলেছেন!
কি আর করা আমার কপালে প্রথম হবার সুযোগ নাই!
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১২ দুপুর ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




