পাঞ্জাবী ছিঁড়া একাকার
বুড়া মানুষগুলাকে ছাড় দেই নাই
ছাত্রলীগের সোনার ছেলেরা বয়স্ক এক হুজুরকে কিভাবে মারতেছে?লাথিগুলো খেয়াল করে দেখেন,অনেক আগে থেকে ছেঁচে ভালমত বানানো
ছাত্রলীগের হামলা একজনের উপর
রক্ষীবাহিনী কি এরকম ছিল
পুলিশের গুলি ছোড়া
সামনে থেকে পুলিশ মারে,পিছন থেকে ছাত্রলীগ।দারুন।
মার খেয়ে পড়ে আছে একজন
এই ছেলেটি পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেলে
গলা চিপে মেরেই ফেললো রে!!!
সরকার এর দমন নীতি পছন্দ হচ্ছে না।এর পরিনতিতে দেশ খারাপের দিকে যাচ্ছে।অনেক হয়ত বলবেন হুজুর রা মাঠে নামছে কেন?গনতন্ত্র হিসেবে হরতাল ডাকলে সেখানে সরকারের নমনীয় থাকা উচিত।এভাবে সন্ত্রাসি লেলিয়ে দেয়ার অর্থ কি?সেদিন টিএসসি বসে ছিলাম,বিএনপি এর হরতালের দিনে।বিশাল মিছিল করল ছাত্রলীগ অথচ সেদিন ই বিএনপি কে মিছিল করতে না দিয়ে মারছে।তাহলে এটা কি গনতন্ত্র।
কাউকে কাউকে দেখলাম এদের কে ও ছাগু বলতেছে।ছাগু শুধু জামাত শিবিরদের জন্য।ইসলাম ধর্ম কে সমর্থন করা সবার জন্য না বা যারা নাস্তিক আর হাম্বালিগের বিপক্ষে বলবে তাদের জন্য না।একটা পোস্ট দিয়েছিলাম দুই দিন আগে দেখতে পারেন।
ছাগু শব্দটার অপব্যবহার করতে করতে শব্দটি গুরুত্ব হারাচ্ছে
দেখি আমাকে কে ছাগু বলে?
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১১ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



