১. উপরের ছবিতে যাদের দেখা যাচ্ছে, তেনারা বিএনপি'র টিকিটে আওয়ামী লীগের ভিক্ষায় পাওয়া সংসদ সদস্য। কথা ছিল, তেনারা (বিএনপি) কেউ রাতের ভোটের সংসদে শপথ নিবেন না। কিন্তু নানা নাটকীয়তার পর দলের বিরুদ্ধে গিয়ে তেনারা শপথ নেন...
২. তেনারা যাত্রা পালার বিবেকের মত সংসদে মাঝে মাঝে জ্বালাময়ী বক্তৃতা দিতেন। যা দেখে অনেকেই মুচকী হাসি দিতেন। তেনারা যে কীসের লোভে সব সুযোগ সুবিধা নিয়ে সংসদ সদস্য হয়েছেন সেটা সবাই বোঝে...
৩. এনাদের মধ্যে একজন(রুমিন ফারহানা) মহিলা কোটায় এম পি হয়েই তেনাদের ভাষায় অবৈধ প্রধানমন্ত্রীর কাছে সরকারী প্লট চেয়ে আবেদন করেন। আহা! একটা প্লটের জন্য দলকে, বিবেককে বিক্রি করতেও আপত্তি নেই...
৪. তো, ৪ বছর পর এনাদের দলের মনে হল, এই সরকারের পতন ঘটাবেন ১০ ডিসেম্বর। এটা নিয়ে অনেক হাইপ তোলা হল। সব শেষে পর্বতের মূসিক প্রসব করলেন তেনারা। তেনারা পদত্যাগ করাতে যেন সরকারের অনেক ক্ষতি হয়ে গেল?
৫. আর্মি, পুলিশ, আদালত কোন সরকারের অনুগত থাকলে সেই সরকারকে নামানো যায় না। গলাবাজি করে সরকারের পতন হয় না, বিপ্লব হয় না। এই সত্যটা ১৮ বছর আগে আওয়ামী লীগের আবদুল জলিলও মানতে চান নি যিনি তখন ৩০ এপ্রিল সরকারের শেষ দিন ঘোষণা করেছিলেন। আর এখন ফখরুলও মানতে চায়নি। ফলাফল, আরেকটি ব্যর্থ দিন হিসেবে ইতিহাসে নাম লেখালো...
টীকা - মৌ-লভী (কপিরাইট - কাজী নজরুল ইসলাম, যদিও উনি লোভী মাওলানাদের বুঝিয়েছেন)
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৮