ছোট বেলা থেকেই লেখালেখির শুরু। প্রায় প্রতি মাসেই বিভিন্ন কিশোর পাতা, পত্রিকা, সাময়িকীতে লেখা ছাপা হত। চৌদ্দ গুষ্টি ও পরিবারের মধ্যে আমিই একমাত্র লেখক ছিলাম এবং আছি। তারুণ্যের শুরুতেই প্রবাসে চলে যাওয়ায় আর লেখালেখি চালু রাখা যায়নি। তবে প্রবাসে থেকে ডিসকাশন ফোরাম ও পরবর্তীতে ব্লগে লেখালেখি চলতে থাকল। যদিও বিষয় আর ছোটদের ছড়া, কবিতা, গল্প থাকল না। হয়ে গেল রাজনীতি, সমাজ, খেলাধূলা ও অন্যান্য কিছু...
বড় বোন সেদিন জিজ্ঞেস করল, এখন আর লেখালেখি করি কিনা। আমি বললাম, এখন ব্লগ লিখি রাজনৈতিক বিষয় নিয়ে
: কী বলিস! কোন ব্লগ? নাম কি? লিংক দে।
: না, দেয়া যাবেনা। আমি হিডেন থাকতেই পছন্দ করি।
: এখন তো বিরোধী কাউকে পেলেই গুম করে ফেলে।
: আমি ছদ্মনামে লিখি, কেউ চিনে না।
: তারপরও সাবধানে থাকিস!
: নাহ! ওরকম সিরিয়াস কিছু না। তাছাড়া আমি তেনার বিরুদ্ধে কিছু লিখি না। লিখি কিম জং উন-এর বিরুদ্ধে...