১. গুলশান কি আসলেই ইউরোপ, আমেরিকার শহরগুলোর চেয়েও সুন্দর? এটা কীভাবে সম্ভব? আমি আমেরিকা বা ইউরোপ যাইনি। কিন্তু টিভিতে যা দেখেছি তাতে গুলশান বা তার কিছু অংশ কীভাবে দুনিয়ার স্বর্গ আমেরিকার সমমান হতে পারে? কিংবা অন্য ভ্লগার বলে ইউরোপের কোন শহরের মত? কেউ আমারে একটু বুঝাইয়া দিয়েন...
২. পাকিস্তানের এক ভ্লগার ভিডিও দিল ঢাকার মেট্রোরেল নিয়ে। সে খুবই এক্সসাইটেড। মনে হয় যেন এই জিনিস সে দেখেনি। অথচ পাকিস্তানে, ঢাকার আগে মেট্রোরেল হয়েছে। তাহলে কেন এই আদিখ্যেতা? ভুল তথ্য দিলে আমারে একটু দেখাইয়া দিয়েন...
৩. ভারতের একজন ভ্লগার ভিডিও দিল পদ্মা সেতুর উপর দিয়ে কোন এসি ডাবল ডেকার বাস সার্ভিস নিয়ে। মনে হয় যেন, ভারতে লাক্সারি বাস নেই। কখনো চড়েনি! কলকাতার এক ভ্লগার ভিডিও দিল, ধানমন্ডির ফুড কোর্টগুলো নিয়ে। সেও খুব অবাক হয়ে গিয়েছে। তার ভাবার্থ দাঁড়ায় এই যে, কলকাতায় এরকম রেস্টুরেন্ট জোন নেই। আসলেই কি তাই? যারা ভারত, কলকাতা গিয়েছেন তারা আমারে একটু সুধরাইয়া দিয়েন...
৪. কয়েকদিন আগে আরেকজন ভিডিও দিল, এলিভেটেড এক্সপ্রেস নিয়ে। তার শিরোনাম ছিল, দুবাই নয়, ঢাকার রাস্তা। সরি টু সে, আমি মধ্যপ্রাচ্যে ১০ বছর ছিলাম। এলিভেটেড ওয়ের রাস্তা এমন কিছু হয়ে যায়নি যে, সেটা দুবাই, রিয়াদ, দোহার এক্সপ্রেসওয়েগুলোর মত হয়ে গিয়েছে। তারপরও আমার ভুল হয়ে থাকলে আমারে একটু ঠিক কইরা দিয়েন...
৫. এগুলো কি আসলেই তেনাদের (ভ্লগার) মন থেকে করা মন্তব্য নাকি শুধুই ভিউ বাড়ানোর চিন্তা থেকে এসব করছেন? তেনারা তো আর আওয়ামী লীগ করেন না যে, রিয়াজের মত চট্টগ্রামের রাস্তাকে ইউরোপের মত মনে করবেন। আমি কিছু ভুল বলে থাকলে আমারে মাফ কইরা দিয়েন...
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫