

১. হিটলার এন্ড দি নাজিস - এভিল অন ট্রায়াল সিরিজটা শেষ করলাম গত সপ্তাহে। ১৯৪৫ সালের এপ্রিলের শেষ দিকে জার্মানী যখন একের পর এক যুদ্ধে হারতে লাগল। হিটলার তখন তার বাংকারে। তার অফিসার দের মধ্যে কয়েকজন তাকে বোঝালো জার্মানী পরাজিত হবে। আত্মসমর্পণ করতে। কিন্তু হিটলার তখনও মনে করতেন, জার্মানী যুদ্ধে জয়ী হবে...
২. ভাগ্যের কী নির্মম পরিহাস! সিরিজের শেষ পর্ব দেখার ১ সপ্তাহ পর বাস্তব সময়কাল হিসেবে প্রায় ৮০ বছর পর অন্য এক দেশের প্রায় হিটলারকেও তার উপদেষ্টারা বোঝানোর চেষ্টা করেছিল, তার পরাজয় হবে। কিন্তু তিনি তখনও মনে করতেন, তেনার কিছু হবে না...
৩. আসল হিটলার অবশ্য সবার কাছ থেকে শেষ বিদায় নিয়ে নিজে আত্মহত্যা করে সবাইকে পালানোর কিংবা আত্মসমর্পনের জন্য মানসিকভাবে প্রস্তুত করে যান। কিন্তু নকল হিটলার ২/৩ ঘন্টা আগেও তার অনুসারীদের জানতে দেয়নি, তিনি পদত্যাগ করছেন। কারণ, তিনি কারো কথা শুনছিলেন না। পরে ছোট বোন আর ছেলের কথায় রাজি হন দেশ ছাড়তে। যদিও তখন ভাষণ রেকর্ড করাতে চেয়েছিলেন, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল...


সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




