নারীরা অবাধে বিচরণ করবে। ইচ্ছামতো শরীর দেখাবে। সেটা তাদের ইচ্ছা। কিন্তু তাই বলে পুরুষ কেন সেদিকে ফ্যাল ফ্যাল করে চাইয়া লুলামী করবে? এটা কোন কথা হলো? কোথায় মেরিলিন মনরো মরে ভুত হয়ে গেছে। আর তার সুষমামন্ডিত আর্টিস্টিক ছবি দেখে পুরুষ লুল ফালাইতাছে। এইটা কোন কামের কথা? পুরুষ হৈছে বইলা কি চোখের মাথা খাইতে হইবে? নারীর মইদ্যে এমন কি আছে?
(চিত্র ১-৩ স্বর্গীয় মনরো)
(চিত্র ৪-৬ সদ্য স্বর্গীয় এলিজাবেথ টেইলর)
আপনারাই বিচার করেন।
কমেন্টঃ পুরুষ শাষিত সমাজের লোলুপ পুরুষেরা, যারা মুখে নারীবাদের বুলি আউড়ায় আর নারী স্বাধীনতার নামে নারীকে স্বল্পবসনা হতে উদ্বুদ্ধ করে তারা ইশপের গল্পের সেই শৃগালের মতোই যারা বোবা কাককে গান গাওয়াবার নামে মুখের মাংসখন্ডটার আশায় বসে থাকে। আর যারা নারীদের শালীন হতে বলে তাদের বিরুদ্ধে বিষোদগার করে কারন সবাই শালীন ভাবে চলা শুরু করলে এসব হায়েনার হবে কি? নিজের স্ত্রী বাদে পরস্ত্রী বা পরনারীর দেহবল্লরী কিভাবে দেখে বিকৃত কামনার আগুন নির্বাপন করবে? এইসব ভন্ড নারীবাদী পুরুষেরা কাঠমোল্লাদের চেয়েও ভয়াবহ।
মা বোনেরা এদের থেকে সতর্ক হোন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১১ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




