![]()

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমির হোসেন আমু (আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য) বলেছেন, জিয়াউর রহমান নাকি যুদ্ধ করেননি। আমু কোন সেক্টরে যুদ্ধ করেছেন? তবে জিয়াউর রহমান নয় মাস মাঠেই যুদ্ধ করেছেন। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই তারেক-কোকোর মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”
মন্ত্রীত্ব না পাইয়া আমুর মাথাডা পুরোই গেছে তার
আ.লীগ যখন রেজাকাররেও মুক্তিযোদ্ধা বানাইদেয় তখন এই সুশীলরা কোপন গর্তে থাকেন,
মুক্তিযোদ্ধ মনে হয় আওয়ামীলীগ একাই করছে,
বাকিরা সবাই দুধভাত,মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ব্যবসা ভাল যাচ্ছে না মনে হয়,
আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ সম্পর্কে দেয়া রিপোর্ট তথ্যভিত্তিক নয়- পরারাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির এ বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “আমেরিকা যখন আপনাদের পক্ষে কথা বলে তখন তাদের রিপোর্ট তথ্যভিত্তিক হয়। এখন জনগণের পক্ষে বলেছে, এজন্য তারা বলছেন যে রিপোর্ট তথ্যভিত্তিক নয়।”
‘সরকার দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, “গ্যাস, বিদ্যুৎ, পানির নতুন সংযোগ দেয়া বন্ধ, দ্রব্যমূল্য আকাশচুম্বী। এখন সরকারের অবস্থা হয়েছে এ রকম ‘ভাত দেয়ার মুরোদ নিই, কিল দেয়ার গোসাই’।”
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বলেন, “কেরানীগঞ্জের ওসি বলেছেন, সেখানে বিএনপির দুই গ্রপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তা সঠিক নয়।”
তিনি বলেন, “একই ঘটনায় পুলিশ হেডকোয়ার্টার বলেছে আড়াই হাজার লোকের সমাগম হয়েছিল। অথচ মামলা দেয়া হয়েছে পাঁচ হাজার লোকের নামে। আসলে আওয়ামী লীগের চরিত্র হলো, তারাই শুধু কথা বলবে, অন্য কেউ কথা বলতে বা মিছিল মিটিং করতে পারবে না।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



