আমি নতুন এই ব্লগে।
আমি ইন্টারনেটে বিচরণ করি।
গতকালকে হঠাঃ এই ব্লগ আমার চোখে পড়ে।
জয়েন দিলাম, কিন্তু যেখানে যাই একটা লেখা পিছু ছাড়ে না!!
আমি নতুন, তাই কোথাও কোনো কমেন্ট করতে পারবো না
আমি এখন কি করতে পারি??
তাছাড়া, আমার নামের শুরুতে একটা "ক" বেশি এসেছে,
এটাকে কিভাবে দুর করবো?
এই লেখাগুলো কি পিসিতে সংরক্ষণ করে রাখা যায়?
প্লিজ, ঢাকার কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করবেন!
আমি আপনাদের কাছে চিরকৃতগ্গ থাকবো।
দয়া করে এই অধম কে একটু সাহায্য করেন।
বিনীত নিবেদক
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



