আজকের প্রথম ধাঁধাঃ
উপরের চিত্র একটি বর্গাকার মাঠ যা পুরো সমতল। এক ব্যক্তি যিনি সর্বদা একই স্পীডে (দ্রুতি) হাঁটেন তিনি এই বর্গাকার মাঠের AB বাহু বরাবর যেতে সময় লাগান ৮০ মিনিট, BC বরাবর ৮০ মিনিট, CD বরাবর যান ৮০ মিনিটে, কিন্তু আশ্চর্যভাবে DA বরাবর যেতে তার সময় লাগে ১ ঘন্টা ২০ মিনিট। কীভাবে?
Hint : প্রশ্নের মধ্যেই উত্তর আছে। প্রশ্ন বা ছবিতে কোনও ধরনের ত্রুটি নেই।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


