টাকা চাই টাকা চাই
চাই এত্তো এত্তো টাকা
বাড়ী চাই, গাড়ী চাই
সুন্দরী নারী চাই
তাই টাকা চাই টাকা
দেখতে পাই না আজ
শিকল জড়িয়ে আছে
চিন্তা ও চেতনায়
কাব্য ও কামনা
অনূভূতিহীন
টাকা চাই টাকা
চাইমু না কেন?
লোভ বাড়তাছে
বানের লাহান
কি হইবো ওই সব নীতিবাক্য আউড়াইয়া
ওই সবদিয়ে না ভরে পেট না ভরে মন
ওইসব দিয়ে কি হইবো এখন?
এখন পকেট ভর্তি টাকা যার
পৃথিবীটাই তারই
আহ ্ বেহেস্তখানা
আয় ভূইলা যাই
দেশটা ডুইবা যায়
দেশ ডুবলে আমার কি?
আমি তখন থাকুম
হাজার তারা জাহাজের ভিতরে
সঙ্গে থাকবো সত্তরটা হুর
আয় ভুইলা যাই
না খাইয়া কন্দে মোহাব্বত
কান্দুক
বাপ যদি পালতে না পারে
তয় জন্ম দিছে ক্যা
আয় ভূইলা যাই
গোলাপীরে র্ধষন করছে
রাস্তায়
করবই তো
ছেমড়ি শরীরটা না ঢাইকা , দেখায় কেন?
গোলীপর সনা্তন
মোহাব্বত
চামে চিকনে পাইয়া গোলাপীরে আমিও
খাইতে পারি
কি কইল্য
আমার কারনে দেশের এই অবস্থ্যা
এতবড় কথা তাইলে মর
মারুম কি আর
আগেই মইরা গেছস নীতিবাক্য আউড়াইয়া
বাকী যারা আছিস আয়
আরো টাকা বানাই
একসাথে দেশটারে খাই
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




