ডেসটিনি নিয়ে এতকিছু হওয়ার পরেও ডেসটিনির আবালরা থেমে নেই।যারা এখনো ধরা খান নাই তাদেরকে মোবারকবাদ
কেউ বাপের পকেটের টাকা, কেউ মায়ের গয়না বেচা টাকা,কেউ আবার বউ বন্ধক (যদিও এখনো খবর পাইনাই) টাকা,কেউ আবার বইনের বিয়ার টাকা,কেউ কেউ দুধের গাই বেচা টাকা নিয়া ডেসটিনিতে জমা দিছেন।তয় আপ্নাগো টাকা নিয়া আপ্নাগো বসেরা গাড়ি বাড়ি কইরা ঘুরতাসে।আর আপ্নারা গলায় ডিগ্রী লইয়া গভীর স্বপন দেইখ্যা যাইতাচেন।স্বপনে আপ্নে দেখতাচেন আপ্নে গোল্ড,সিলভার ডিগ্রী লইয়া বিদেশ ঘুরতাছেন।আপনাগো স্বপন সফল হউক।
যাক অনেক বগর বগর কর্লাম।
আর তেনারা (ডেসটিনির লম্পটরা) এখানে শ্রমিকদের বিভিন্নভাবে ভুলিয়ে ভালিয়ে ডেসটিনিতে জয়েন করাচ্ছেন।
এইখানে একটা আবালের ফেসবুক লিংক দিলাম যার মন চায় থাবড়াইতে পারেন।
যারা এখনো জয়েন করেননি তাদের সাধুবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




