হলুদ নামক ব্যাপক ইস্টাইলিশ দুকানটাতে অনেকদিন থেকে দেকতাসি উইন্টার সেল।হেগো উইন্টার কবে থেকে শুরু হয় আর কবে শেষ তা নিয়া মাথা ঘামানির টাইম নাই।গুডাউন খালি কইরা বেচতে পারলে হইসে।আমার কাছে চিন্তা লাগে যেই জিনিস তুমরা এক পয়সা কমে বেচতা না এখন এক লাফে ৫০% কম।কেমনে কী?তো ভাবতে ভাবতে আমিও এক বসন্তে র দুপুরে ঘামতে ঘামতে হলুদ দোকানের উইন্টার সেল খাইতে গেলাম।আসল উদ্দেশ্য একটু এসির বাতাশ আর মানুষের কাবজাব দেখা।গিয়া ত আমি টাশকিত্।পুলাপাইন দুকানে ঢুইকাই বলে উয়াউ!!!দিস পান্জাবী ওনলি সেভেন ফিফটি!!!ও মাই গাড!!!ফুল ফিফটি পারসেন্ট লেস!!!আই কান্ট বিলিভ!!!ভালো মত তাকাইয়া দেখি পুলাগুলা কেমন ক্ষেত টাইপ।এই নতুন ক্ষেত পুলাপান গুলারেই কয় বুঝি ডিজুস!!দেখি ব্যাপক শপিং।মজার জিনিস খিয়াল করলাম পুলাগুলা ভালোই খাইলো ডিসকাউন্টা।যাই হোক হেগো খুশি দেইখা আমিও কিছুটা আনন্দিত।কিন্তু একটা জিনিস ভাবলাম, ৫০% ডিসকাউন্ট মানে ৫০% টাকা আপনি পকেটে নিয়া বাড়ি ফিরত যাবেন?কনো ভাবেই না!!!৫০% ডিসকাউন্ট মানে আপনি ফালতু জিনিস গুলা বেশি কইরা কিনবেন।খরচ আপনি পুরাটাই করবেন।ধরা কিন্তু আমনেই খাইলেন!!!
এখন একটা গঠনমুলক চিন্তা করতাসি।জিপি দেখি নতুন ৪টা ট্যারিফ দিসে।আপন,সহজ,বন্ধু এবং ডিজুস গ্যাং।ঘুইরা ফিইরা সেই পুরান মাল নতুন প্যাকেট।কিন্তু একটা জিনিস আছে যেইটা দিয়া জিপি রে হালকা বাঁশ দেয়ন জাইবো।বলেন কেমনে?এবারের ট্যারিফ গুলার ভালো দিক হইলো মাইগ্রেশন সুবিধা।সহজেই ট্যারিফ পরিবর্তন করতে পারমু।ভাবতেসি জিপির যত প্রি পেইড ইউজার আছি একদিনে সবাই যদি ডিজুস হইয়া যাই তাইলে সবাই মিল্লা ৪৯ পয়সা মিনিটে কথা কই তে পারমু।এখন কে কে আসেন হাত তুলেন
**ইহা আমার পরথম পেজে আশা পরথম পুস্ট।ঝাতির দিলে জায়গা দিলে ধইন্য হইতাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



