রাজস্থান যমুনাপাড়ি-
ব্যাপক নুরানী সুরতের এই মাদী ছাগু টি রাজস্থান যমুনাপাড়ি জাতের।ইহার দন্ত সংখ্যা চার এবং কান টি দশ ইন্চি পরিমান লম্বা।ইহা সবচেয়ে নামকরা দুগ্ধ উৎপাদনকারী ছাগুর জাত।
দুমাসের গর্ভবতী এ ছাগী র দাম মাত্র ৬০০০০ টাকা বা ৭৪০০০ পাকী রুপী।
কাশ্মীরি যমুনাপাড়ি-
এহা একটি খাঁটি কাশ্মীরি যমুনাপাড়ি জাতের ছাগু।দুমাস বয়সের এ ছাগুটির চৌদ্দ ইন্চি লম্বা কান এবং চার খানা দাত বিদ্যমান।উন্নত প্রজাতির স্মার্ট এ ছাগুর দাম মাত্র ৫০০০০ টাকা বা ৬১৫০০ পাকী রুপী।
সুইস সানীন ছাগী-
সুইজারল্যান্ড এর বিখ্যাত সানীন ছাগী দুগ্ধ উৎপাদনে নামকরা জাত।ছবিতে যে কিউট ছাগী টি আছে এর বয়স ১৪ মাস, ওজন ২২ কেজি এবং ২ টি মাদী ছাগীর জননী।
প্রতিদিন ২ লিটার দুগ্ধ উৎপাদন কারী এ ছাগ পরিবারের নামমাত্র মূল্য ২৫০০০ টাকা বা ৩০৮০০ পাকী রুপী।এটা ১০০ ভাগ সানীন ছাগী এবং মাত্র ১৪ মাসে ৬টি বাচ্চা উৎপাদনে সক্ষম।
এখানে সামান্য কিছু প্রজাতির বর্ণনা দেয়া গেল।আপনারা জেনে আনন্দিত হবেন যে মগবাজার এবং এর আশেপাশে বাড়ির ছাদে,বারান্দায় সল্প পরিসরে এ লাভজনক ছাগু এবং ছাগী পালন ও প্রজনন চলছে।
আগ্রহী ব্যাক্তিবর্গ আরও তথ্যের জন্য এখানে খুচা মারেন। দেখবেন মগবাজার এবং তার পার্শ্ববর্তী শান্তিনগরে ছাগু বিপ্লব চলছে।
বি:দ্র: এই পুস্ট কে বিজ্ঞাপুনী পুস্ট ভেবে মাইনাস দাগাইয়া নিজেকে ছাগু প্রমাণ দিবেন না।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



