অভিমান ও বাসনার বয়ান...
বিপ্লব বিপ্রদাস
মগজের মধ্যে উত্থান ও পতনের শব্দে পীড়িত জীবনের
পদাবলী ধরে বলি, আমাদের কাম তৎপর তুঙ্গে ওঠাবেলা
-বালিকার আর্ত অভিমানে- আমাদের অজ্ঞানতিমিরান্ধৎস্যু
প্রেতবাণীরত অস্থিরতা, তোমাকে বলি শোন- ক্রোধ এখানে
জাগুক ক্ষিপ্র গর্ধভ-প্রতিভাপূর্ণ বক্তৃতায়-
আচ্ছাদিত সম্পাদিত সভ্যতা চৌদিক ধাবিত হয়
প্রকৌশল ও প্রযুক্তি বিশারদ হতে হতে---আরো প্রকাশ্যে
বলি, ফিরে যাও, প্রত্যুষেই উদোম বৃক্ষে আমাদের
স্বপ্নধাবিত হয় শব্দ দুর্ভীক্ষ দেখে- বয়প্রাপ্তির কালেই..
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





