[মোসোপটেমিয়া
বিপ্লব বিপ্রদাস
[আমাকে বেষ্টন ক'রে আছে আমার বোনের সহিষ্ণু স্রোত
আমাকে বেষ্টন ক'রে আছে এই জলাশয়- অতিশয় ক্লান্তি]
আমি হাত রাখি জিগুরাট চুড়ায়
সাদা মেঘের মতো করতল থেকে
উদ্ভাসন ছড়ায় আর তখনই ভোর হয়ে যায়...
আমি ছুয়ে দিই শস্যসম্ভার
তাইগ্রিস- ইউফ্রেতিস কেবলি শুকিয়ে যায়...
হাত রাখি পুনরায় আমারই হৃদিিপন্ডে
হাতখানি তবু মোম হয়ে যায়...
মোম হয়ে যায়...
ও আমার তাইগ্রিস!
ও আমার ইউফ্রেতিস!
মোম হয়ে যায়...
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





