শিরোনামহীন কবিতা
বিপ্লব বিপ্রদাস
বলো কী মথিত হয় এই হরিৎ শস্য ক্ষেত্রে, বলো কেন মাথার
উপরে বাজপাখি ডানা বেয়ে তারিয়ে তারিয়ে খায় আমার
স্বপ্নের বাতাস --- বলো কী গভীর রাতে আমাকে শব মনে করে
কেবল নদীতে ভাসায়--- তোমার কৃষ্ণ কাঁচুলী খুলে রেখে
যায়--- কী অপার্থীব জীবন আমাদের... কেমন সম্পর্কের
দেয়াল--- আঙ্গিক বদল হয়... জীবন বদল হয়... মধ্যরাত
মানে একটি জীবন... কেমন পলাতক সৈন্যর দৈন্যলিপির
মতো খুব গোপনে, গোপনে মরে যায়...
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





