গলিত মোমের আখ্যান
বিপ্লব বিপ্রদাস
(পরিক্রমায় আমাদের সহযাত্রীগন এই গুহায় প্রবেশ করেছেন। আমি অন্ধকার
পাশে নিয়ে গলিত মোমের মত পাদদেশে স্থাপিত হয়ে আছি। আমাকে প্রত্ন বলে
ভুল হতে পারে)
প্রত্ন প্রাণ পেয়ে ভেসে চলে জলে
আমার অমুক গান মিশে গেছে ছায়ার প্রলেপে...
সহযাত্রী, সহযাত্রী এতো অমোঘ গুহা
আস্ফালন আর নয়--- শিকড়ে ছুয়ে দেই
কামুক-দেব-ইন্দ্রসভা... তপ ও তাপের বিষজ্বালা
তোমার নাভিতে পুনঃ রজ্জু বেঁধে দেই
পুনরায় কৌম চিহ্ন এঁকে দেই বাম বাহুতে
ছায়ায় সঙ্গে মিশে গিয়ে নিজেরে ভনিতা করো
শুধু ঘুমানোর আগে---
আমাদের সেই বৃক্ষ সেই কৌতুহল
বিভাজন করেছো ঈশ্বর, তুমি নত হয়ে আছো...
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





