যে কারণে আন্দোলন সফল হবেনা :
দাবি ১ : রাজাকারের ফাসি চাই।
--> ফাসি হচ্হে, হবে। কাদেরের হয় নাই, পরের গুলার হবে। এটা কুনু সমস্যা না।
দাবি ২ : ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ কর।
---> এটা সম্ভব না। গনতন্ত্রের পরিপন্থী। সব মুভমেন্টের সমান অধিকার আছে রাজনীতি করার। (তবে জামাতকে নাযির মত নিষিদ্ধ করা যেতে পারে) । যদি করে তবে আওমীলীগের ১০০% লস। ধর্মীয় সব ভোট বিএনপির ঘাড়ে যাবে। জাপা (এরশাদ) লীগের কাছ থেকে সরে যাবে। পরিনতিতে ভোটের রাজনীতিতে বিএনপির চেয়ে আওয়ামীলীগ স্পষ্ট ব্যবধানে পিছিয়ে থাকবে। সুতরাং এই আশা বাদ দেন।
আমি বলি কি এসব আন্দোলনের সাথে দুটা দাবী উপস্থাপন করেন।
১। দুবারের বেশী কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেনা। (পরিবার তন্ত্র থেকে জাতিকে মুক্ত করার একমাত্র উপায়)। এই দাবি করলে বিম্পি ও হাম্বালীগের আসল চেহারা দেখা যাবে।
২। সংবিধানে ৭১ ধারার বিলুপ্তি। যা কিনা একজন সাংসদকে নিজ দলের বিপক্ষে কথা বলতে বাধা দেয়।
সংবিধানে যতদিন এদুটি মৌলিক পরিবর্ত না আসবে। ততদিন এজাতির মুক্তি নেই। এমন কি রাজাকার ইস্যুতেও।
পরিশেষে বলতে চাই:
বাঙালি আন্দোলন করে, সাধারণত ব্যর্থ হয়, কখনোকখনো সফল হয়; এবং সফল হওয়ার পর মনে থাকে না কেনো তারা আন্দোলন করেছিলো
- ( হুমায়ুন আজাদ )
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




