এই দিনটা না থাকলে যে দুনিয়ায় অনেক ঝামেলা লাইগা যাইত, তা কিন্তু না

। আবার এই দিনটা থাকায় যে অনেক কিছু হইয়া গেছে, তাও কিন্তু না। এত কিছু হ্ওয়া না হ্ওয়ায় আসলে আমাদের কিছু যায় আসেও না।
তবে ঘটনা হইল আজ আমাদের প্রিয় একজন ব্লগার
"জানা" আপুর জন্মদিন। এখন একটু একটু বোঝা যাচ্ছে যে, আজকের দিনটা না থাকলে তাকেই তো আসলে পাওয়া যেত না

। তার মানে আমাদের জন্য আজকের দিনটা প্রয়োজন

।
একজন ব্লগার হিসেবে সহব্লগার-এর জন্মদিন আমাকে পুলকিত করে। কেক খাওয়ার কিঞ্চিত ইচ্ছাও হতে পারে তার একটি কারন

।
অনেক অনেক অভিনন্দন, ভালবাসা, দোয়া, সবই জানাইলাম। উত্তরোত্তর সফলতা কামনায়। শুভ জন্মদিন