আমি আকাশের সাখে করি সখ্যতা
ওই আকাশের মেঘ রুপে
তুমি ঘুরে বেড়াও আমার হৃদয়ে।।
আমি বাতাসের সাথে করি মিতালি
ওই বাতাসে আমি পাই
তোমার শরীরের ঘ্রাণ
যা আমাকে পাগল করে রাখে।।
আমি সূর্য্যের খর তাপকে করি না ভয়
আর সূর্য্যের তাপ আমাকে ছুতেও পারেনা
তুমি যে থাকো ছায়া হয়ে
আমার মাথার উপরে।।
আমি পূর্ণিমার আলোকে আলোকিত হইনা
আমি আলোকিত তোমার মাঝে
তোমার আলোতে আমি সাজাই নিজেকে
নতুন রুপে নিজেকে ফিরে পাই বার বার।।
আমি বর্ষার জলকে করি আলিঙ্গন
বৃষ্টির প্রতিটি জলের ফোটায় থাকে
তোমার ভালোবাসার ছোয়া
যা করে আমাকে স্নিগ্ধ ও অপরুপ ।।
আমি তোমার ধ্যানে থাকি মগ্ন সারাদিন
গ্রাস করতে পারেনা কোন কষ্ট বা ব্যাথা
তুমি যে থাকো ছায়া হয়ে আমার পাশে,
এক আকাশ ছায়া হয়ে আমার জীবনে
তুমি আগলে রাখো আমাকে সারাক্ষন।।
তাই বুঝি আমি তোমাকে
অনেক ভালোবাসি,
ভালোবাসি, ভালোবাসি
হ্যা শুধু তোমাকে ভালোবাসি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




