কল্পনায় তুমি থাকো মিশে
যেমন করে মিশে থাকে
রক্ত আর মজ্জা শরীরের সাখে
পূর্ণিমার চাদঁ থাকে নীল আকাশে
বা শরতের কাশফুল ঘেরা সবুজ বনানীতে
সাদা বক উড়ে বেড়ায় পাথা মেলে,
যেমন করে সমুদ্রে ভেসে বেড়ায় নোনা জল ফেনা হয়ে
তেমনি আছো মিশে তুমি
আমার অস্তিত্বে আর বিশ্বাসে।।
ভালোবাসি তোমায় তাই মনে হয়
এমনি করে ভাবি প্রতিনিয়ত তোমাকে
আমার ভাবনায় আমার চেতনায়
সব কিছুতেই শুধুই তুমি
যে ছাড়া আমি হয়ে পারে থাকি
বিকলাঙ্গ একজন হয়ে শুন্য ঘরে।।
তুমি থেকো এভাবেই মিশে আমার মাঝে
আমার কল্পনায়, আমার ভাবনায়
আমার নি:শ্বাসে, আমার ভালোবাসার বিশ্বাসে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




