প্রথম দেখার দিন ভুলিনি এখনো
শুধু তোমার একটি সত্বাকে দেখেছিলেম সেদিন আমি
তাই বুঝি পাগলের মতো মনটাও দিয়ে ফেললেম
কিছু না ভেবে, না জেনে, না শুনে
সারা দিয়েছিলো তুমিওতো।।
হঠাৎ একদিন তোমার দ্বিতীয় সত্বাকে খুজে পেলাম
যেই সত্বা মিশে আছে আমি ছাড়াও আরেকজন
কি যে এক যন্ত্রনা বুকে এসে বিঁধলো
বুঝোনি তুমি বা বোঝার চেষ্টাও করোনি।।
তবু হাত ছাড়িনি তোমার,
হৃদয়ের সব ভালোবাসা উজার করে দিলেম
যদি আমার ভালোবাসা তার চেয়েও বেশী হয়
যদি আমার কাছে তুমি আসো ফিরে
যদি তোমার সত্বায় শুধু আমিই মিশে থাকি
এই আশায়, এই প্রত্যাশায়।।
আমি পারিনি, পারিনি শুধু একা তোমার মনে করে নিতে ঠাঁই
আমার পাশে থাকো তুমি, আর ভাবো সেই আরেকজনকে
আনমনা হয়ে সময় কাটাও আমার সাথে,
আমি পারিনা তোমাকে ফেরাতে
ব্যর্থ হয়ে ফিরে আসি বার বার।।
জানি, আমি নই কোন পরী বা দেবী,
নই তেমন কোন সুন্দরী, হয়তো তার মতো
তবুতো আমি আমার মতো, যার একটি মন রয়েছে
ভালোবাসার মন, যে মনে শুধুই তোমার বসবাস।।
নাই হলেম পরী বা দেবী
কিন্তু ভালোবাসি তো সত্যি তোমায়,
বুক ফেটে আর্তনাদ বের হয়ে আসে
আমি নিরবে চোখের জল ঝরাই
তোমাকে দেই না বুঝতে,
পাছে তুমি আঘাত পাও,
তাই একাই বয়ে বেড়াই এই দুঃসহ যন্ত্রনা
আর করি তোমার অপেক্ষা
যদি তুমি শুধু আমার হয়ে
আমার কাছে আসো ফিরে
যে সত্বায় শুধু আমিই মিশে রবো।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




